শুক্রবার, ৭ মে, ২০১০

তথ্যপ্রযুক্তিতে উন্নয়নের জন্য বাংলাদেশের কি কি পলিসি ও আইন দরকার

লিখেছেন ড. মশিউর রহমান
Wednesday, 04 November 2009


নিত্যনতুন প্রযুক্তি আমাদের জীবনের সাথে সংযুক্তি হচ্ছে। তথ্যপ্রযুক্তিতে উন্নয়ন খুবই দ্রুততার সাথে ঘটছে আর নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে। এখন মানুষ facebook, linkedin, myspace জাতীয় সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করছে। দোকানে যাবার পরিবর্তে অনলাইনেই সব কাজ সারছে। বাংলাদেশ এর থেকে ভিন্ন কিছু নয়। কিন্তু আমাদের আইন ও সরকারের পলিসি এর সাথে সামঞ্জস্য রাখতে পারছেনা। প্রযুক্তির জগতে আমাদের উন্নয়নের জন্য, এর সুবিধাগুলি ভোগ করা এবং সেই সাথে অনাকাঙ্খিত সমস্যাগুলি থেকে রক্ষা পাবার জন্য আমাদের বর্তমান আইনগুলিকে আধুনিক করার প্রয়োজন। যে সমস্ত আইনগুলির আধুনিকায়ন প্রয়োজন সেইগুলি নিয়ে আমরা বর্তমানে বাংলাদেশ আইন কমিশনের সাথে কাজ করছি। এই বিষয়ে আপনাদের মন্তব্য কাম্য। কোন কোন আইন আমাদের তৈরী করা প্রয়োজন এবং কি কি ক্ষেত্রে আপনারা অসুবিধা ভোগ করছেন তা মন্তব্যে লিখুন।

•কেউ ইমেইলে আপনাকে হুমকি দিলে বর্তমান কোন আইন দিয়ে আমরা তা মোকাবেলা করব?

•কেউ আপনার কম্পিউটার, সার্ভার বা কোন সিস্টেম হ্যাক করলে তা কোন আইন দিয়ে প্রতিরোধ করা যাবে।

•অনলাইনে কেনা কাটি করার ব্যাপারে বাংলাদেশ সরকার কি বলছে?

•কিভাবে অনলাইনে আমরা সফটওয়্যার কিনব?

•ব্যক্তিগত গোপনিয়তা কোন আইনে রক্ষা করা হবে?

•ইন্টারনেট সংযোগ পলিসি

•স্প্যাম ইমেইল পলিসি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন