টেক জায়ান্ট গুগল তাদের ম্যাপ বা মানচিত্র
সেবাটির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের আনাচে-কানাচে তুলে ধরেছে ইন্টারনেটের
বিশ্বে। এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশও যুক্ত হলো গুগল’র এই
মানচিত্র সেবায়। সম্প্রতি রংপুরে একটি আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল গুগল
ম্যাপ মেকারের প্রথম আনুষ্ঠানিক ম্যাপআপ। উন্নত বিশ্বের দেশগুলোতে গুগল ম্যাপের
মাধ্যমেই ট্রাফিক নিয়ন্ত্রণসহ অনেক ধরনের কাজই করা হয়ে থাকে। স্মার্টফোনের মাধ্যমে
গুগল ম্যাপস যেকোনো ব্যক্তিকেই যেকোনো স্থান খুঁজে পেতে সহায়তা করে থাকে। তবে
বাংলাদেশ এই সেবা থেকে এতদিন বঞ্চিত ছিল।
তবে সব ধরনের প্রতিকূলতা কাটিয়ে এখন
বাংলাদেশও যুক্ত হচ্ছে গুগল ম্যাপে। শুধু তাই নয়,
কিছুদিন আগে গুগল বাংলাদেশে
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পর গুগল স্ট্রিট ভিউ,
নেভিগেশনসহ অন্যন্য সেবাও খুব শীঘ্রই চালু
হবে আমাদের দেশের জন্যও। এমনটিই জানিয়েছেন গুগল ম্যাপ মেকার বাংলাদেশের রিজিওনাল
এক্সপার্ট রিভিউয়ার মো. তানজিমুল ইসলাম তানজিল। তিনি জানান, গুগল
স্ট্রিট ভিউ এমন একটি সেবা, যা বিভিন্ন রাস্তার উচ্চ রেজুলেশনের ছবি
প্রদর্শন করতে সক্ষম এবং এর মাধ্যমে পথ নির্দেশনা পাওয়া সম্ভব।
গুগল ম্যাপ মেকারের
আরইআর হাসান শাহেদ জানান, পার্শ্ববর্তী দেশ ভারতে গুগলের উচ্চ
প্রযুক্তির নানা সেবা থাকলেও বাংলাদেশ তা থেকে বঞ্চিত। ম্যাপিং বাংলাদেশ টিম
বাংলাদেশের ডিজিটাল মানচিত্র উন্নয়নের পাশাপাশি গুগলের সাথে নিয়মিত যোগাযোগ রেখে
যাচ্ছে এসব উচ্চ প্রযুক্তির সেবা বাংলাদেশে চালুর জন্য। রংপুরে অনুষ্ঠিত ম্যাপআপ
অনুষ্ঠানে যোগ দেন গুগল ম্যাপ মেকার বাংলাদেশের কান্ট্রি অ্যাডভোকেট
আলতাফ-উজ-জামান, আরইআর হাসান শাহেদ, আরমান
হোসেন, তাফসিরুল আলম ও অভিজিত রায় কাব্য।
অনুষ্ঠানে গুগলের প্রতিনিধিত্ব করেন মো. তানজিমুল ইসলাম তানজিল। সারা দেশে থেকে ৬০
জন ম্যাপার অনুষ্ঠানে যোগ দিতে রংপুরে আসেন। এ ছাড়া বেগম রোকেয়া ও হাজী দানেশ
বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন এই অনুষ্ঠানে। সেই সাথে
যোগ দেন বেগম রোকেয়ার বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. একেএম ফরিদুল ইসলাম, সহকারি
রেজিস্ট্রার মো. আমিনুল ইসলাম, কুড়িগ্রামের অতিরিক্তি জেলা মেজিস্ট্রেট
এসএম আবু হেরাইরা, উত্তরের কণ্ঠের সম্পাদক মাজেদুল ইসলাম, আরিফুল
ইসলাম শাওন ও হেদায়েতুর রহমান।
অনুষ্ঠানে গুগল ম্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য
উপস্থাপন করা হয়। পাশাপাশি আগ্রহীরা কী করে গুগল ম্যাপে বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন
করতে পারবে, তাও জানানো হয়। উল্লেখ্য, https://sites.google.com/site/mappingbangladesh সাইট থেকে নিয়ম-কানুন জেনে http://www.google.com/mapmaker ঠিকানা থেকে গুগল ম্যাপ টুল ব্যবহার করা
যাবে।
তরিকুর রহমান সজীব ইত্তেফাক থেকে সংগৃহীত