শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৩

সত্যিকারের স্পাইডার ম্যান, আলাইন রবার্ট - The real 'Spiderman' Alain Robert

রাস্তার শত শত মানুষ দৃশ্যটি উপভোগ করছিল, আর বলছিল, ফ্রান্সের স্পাইডার ম্যান, আলাইন রবার্ট। যিনি কোনকিছু ছাড়াই 'ল্যান্ডমার্ক হাবানা লিব্রে হোটেল' বাহিরের দিক দিয়ে বেয়ে উঠছিলেন। তার ভাষায়, এটা কোন শক্ত কাজ নয়।

নিম্নে ১২ টি ছবিসহ তার মাকড়ামির কিছু খবর দেয়া হল।





আলাইন রবার্ট, ফ্রান্স নিবাসী। যিনি মানুষের কাছে "মাকড়মানব" বা স্পাইডার ম্যান নামে পরিচিত। ছবিতে হাবানা লিব্রে হোটেল এ বেয়ে উঠছেন। তারিখ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০১৩।
সুত্রঃ রয়টার্স/র‍্যামোন এস্পিনোসা/পূল










ফ্রেন্স আলাইন রবার্ট, মাকড়মানব বা স্পাইডারম্যান হিসাবে পরিচিত, হাবানা লিব্রে হোটেল বেয়ে উঠছেন। এটি ৪ঠা ফেব্রুয়ারী, ২০১৩ তারীখে হাভানা থেকে তোলা। মাকড়মানব রবার্ট, যিনি  বিশ্বের প্রায় সকল আকাশচুম্বী ভবনে কোনপ্রকার সুরক্ষা সরঞ্জাম ছাড়াই বাহির দিক দিয়ে বেয়ে উঠেছেন। তিনি সফলতার সাথে ১২৬ মিটার, তথা ৪১৩ ফিট উচ্চতা বিশিষ্ট হোটেলে আরোহন করেন। 
সুত্রঃ- রয়টার্স/ডেসমন্ড বয়লান



মাকড়মানব বা স্পাইডারম্যান, ফ্রেন্স আলাইন রবার্ট, হাভানার হাবানা লিব্রে হোটেলের বাহির দিক দিয়ে বেয়ে উঠছেন। যা ৪ঠা ফেব্রুয়ারী, ২০১৩ তারীখে হাভানা থেকে তোলা। মাকড়মানব রবার্ট, যিনি  বিশ্বের প্রায় সকল আকাশচুম্বী ভবনে কোনপ্রকার সুরক্ষা সরঞ্জাম ছাড়াই বাহির দিক দিয়ে বেয়ে উঠেছেন। তিনি সফলতার সাথে ১২৬ মিটার, তথা ৪১৩ ফিট উচ্চতা বিশিষ্ট হোটেলে আরোহন করেন। 
সুত্রঃ- রয়টার্স/ডেসমন্ড বয়লান






দুরন্ত ডানপিটে ফরাসি ভবনারোহী আলাইন রবার্ট, মাকড়মানব, মানে স্পাইডারম্যান হিসাবে পরিচিত,  হাভানার হাবানা লিব্রে হোটেলের বাহির দিক দিয়ে, ৪ঠা ফেব্রুয়ারী, ২০১৩ তারিখে বেয়ে উঠছেন। রবার্ট হোটেলটির ২২ তলা, যা কিনা ৭০ মিটার উচ্চতা বিশিষ্ট, মাত্র ২৮ মিনিটে  আরোহন করেন। তিনি বিশ্বের দীর্ঘতম ১০০ 'র ও বেশি টাওয়ারে উঠেছেন, যার মধ্যে আছে দুবাইয়ের ৮২৮ মিটার উচ্চতা বিশিষ্ট 'বুরজ আল খলিফা', কুয়ালালামপুরের 'পেট্রোনাস টুইন টাওয়ার', ইউনাইটেড স্টেটসের চিকাগোর 'সিয়ার্স টাওয়ার, এবং চায়নার সাংহাই এ অবস্থিত ৮৮ তলা বিশিষ্ট  'জিন মাও ভবন'।
- এএফপি ফটো












দুরন্ত ডানপিটে ফরাসি ভবনারোহী আলাইন রবার্ট, মাকড়মানব, মানে স্পাইডারম্যান হিসাবে পরিচিত,  হাভানার হাবানা লিব্রে হোটেলের বাহির দিক দিয়ে, ৪ঠা ফেব্রুয়ারী, ২০১৩ তারিখে বেয়ে উঠার সময়ে সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে।









মাকড়মানব, সিনেমার মাকড়মানবের মতো হাত দিয়ে সূতা বের হয়না, তিনি সূতা বা রশি ব্যবহার ও করেন না। তবে হাত ফস্কে যেন না যায়, তাই হাতে খড়িমাটি লাগিয়ে নিচ্ছেন। আর কোন কিছু ছাড়াই তিনি ১২৬ মিটার বা ৪১৩ ফুট উচ্চতা বিশিষ্ট হোটেলটিতে সফল ভাবেই আরোহণ করেন।












আর কারো কি হয় জানিনা, আমার তো পিলে (প্লীহা) চমকে যাবে। এই ছবিতে দেখা যাচ্ছে, তিনি প্রায় ছাদের কিনারে পৌঁছে গেছেন।





ওয়াও! মাকড়মানব। সাবাস! অবশেষে ছাদে উঠে গিয়ে বিজয়ীর বেশে কিউবান পতাকা উড়াচ্ছেন। সত্যিকারের এই মাকড়মানব/স্পাইডারম্যান দেখিয়ে দিলেন, ইচ্ছা শক্তি এবং সাহস দিয়ে কি না হয়! মানুষ ইচ্ছা করলে অসাধ্যকে সাধ্য করতে পারে, আলাইন তার বাস্তব উদাহরণ।







বিজয়ীর বেশে আলাইন রবার্ট।











আলাইন রবার্ট, মাকড়মানব।
















হোটেলের নিচে কৌতূহলী দর্শক ছবি তুলছে।














সত্যিকারের মাকড়মানব, দ্যা স্পাইডারম্যানকে এখানে নিজ চোখে একনজর দেখার জন্য জনতার ভিড়।







বুক ভরা সাহস আর তার সঠিক ব্যবহার আপনাকে করে তুলতে পারে জনপ্রিয়।

সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৩

দ্রুত ওজন কমাতে ৭ দিনের কর্মসুচী...

GM ডায়েট এর উপকারিতাঃ 
 এই সাত দিনের প্লান ছিল জেনারেল মটরস এর কর্মীদের জন্য। এই প্রোগ্রাম এর প্রধান লক্ষ্য ছিল সুস্বাস্থ্য এবং ফিটনেস রক্ষায় অংশগ্রহণ।