হ্যা, ফিল্টারিং।
এমোনিয়া ফিল্টারিংএর জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো একোয়াপনিক। এমোনিয়া ফিল্টারিং সহজই বলা যায়। তবে ময়লা ফিল্টার করতে গেলেই পড়তে হয় ঝামেলায়।
এখানে ময়লা পরিষ্কার করার জন্য থিতানো এবং ছাকন পদ্ধতির একটি ডেমোর ছবি। ডেমো থেকে বুঝেছি, কার্যক্ষেত্রে আশানুরুপ কাজ দেবে।
এখানে বায়ো ফিল্টার স্তরেও প্রচুর পরিমাণে ময়লা জমেছে। কারণ, ময়লাটা চেক দিতে ১ম ও ২য় উভয় স্তর ফেল করছে।
উপর থেকে।
১ম স্তরে ভাসমান ময়লার স্তর প্রায় ১.৫ ইঞ্চি।
পানিতে প্রচুর ময়লা।
২য় স্তরে ময়লার পরিমাণ।
১ম স্তর থেকে বর্জ্য নিষ্কাশন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন