বুধবার, ২৮ নভেম্বর, ২০১২

গুগল ম্যাপ মেকারের যাত্রা শুরু রংপুর থেকে



টেক জায়ান্ট গুগল তাদের ম্যাপ বা মানচিত্র সেবাটির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের আনাচে-কানাচে তুলে ধরেছে ইন্টারনেটের বিশ্বে। এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশও যুক্ত হলো গুগলর এই মানচিত্র সেবায়। সম্প্রতি রংপুরে একটি আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল গুগল ম্যাপ মেকারের প্রথম আনুষ্ঠানিক ম্যাপআপ। উন্নত বিশ্বের দেশগুলোতে গুগল ম্যাপের মাধ্যমেই ট্রাফিক নিয়ন্ত্রণসহ অনেক ধরনের কাজই করা হয়ে থাকে। স্মার্টফোনের মাধ্যমে গুগল ম্যাপস যেকোনো ব্যক্তিকেই যেকোনো স্থান খুঁজে পেতে সহায়তা করে থাকে। তবে বাংলাদেশ এই সেবা থেকে এতদিন বঞ্চিত ছিল।

তবে সব ধরনের প্রতিকূলতা কাটিয়ে এখন বাংলাদেশও যুক্ত হচ্ছে গুগল ম্যাপে। শুধু তাই নয়, কিছুদিন আগে গুগল বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পর গুগল স্ট্রিট ভিউ, নেভিগেশনসহ অন্যন্য সেবাও খুব শীঘ্রই চালু হবে আমাদের দেশের জন্যও। এমনটিই জানিয়েছেন গুগল ম্যাপ মেকার বাংলাদেশের রিজিওনাল এক্সপার্ট রিভিউয়ার মো. তানজিমুল ইসলাম তানজিল। তিনি জানান, গুগল স্ট্রিট ভিউ এমন একটি সেবা, যা বিভিন্ন রাস্তার উচ্চ রেজুলেশনের ছবি প্রদর্শন করতে সক্ষম এবং এর মাধ্যমে পথ নির্দেশনা পাওয়া সম্ভব। 

গুগল ম্যাপ মেকারের আরইআর হাসান শাহেদ জানান, পার্শ্ববর্তী দেশ ভারতে গুগলের উচ্চ প্রযুক্তির নানা সেবা থাকলেও বাংলাদেশ তা থেকে বঞ্চিত। ম্যাপিং বাংলাদেশ টিম বাংলাদেশের ডিজিটাল মানচিত্র উন্নয়নের পাশাপাশি গুগলের সাথে নিয়মিত যোগাযোগ রেখে যাচ্ছে এসব উচ্চ প্রযুক্তির সেবা বাংলাদেশে চালুর জন্য। রংপুরে অনুষ্ঠিত ম্যাপআপ অনুষ্ঠানে যোগ দেন গুগল ম্যাপ মেকার বাংলাদেশের কান্ট্রি অ্যাডভোকেট আলতাফ-উজ-জামান, আরইআর হাসান শাহেদ, আরমান হোসেন, তাফসিরুল আলম ও অভিজিত রায় কাব্য। অনুষ্ঠানে গুগলের প্রতিনিধিত্ব করেন মো. তানজিমুল ইসলাম তানজিল। সারা দেশে থেকে ৬০ জন ম্যাপার অনুষ্ঠানে যোগ দিতে রংপুরে আসেন। এ ছাড়া বেগম রোকেয়া ও হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন এই অনুষ্ঠানে। সেই সাথে যোগ দেন বেগম রোকেয়ার বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. একেএম ফরিদুল ইসলাম, সহকারি রেজিস্ট্রার মো. আমিনুল ইসলাম, কুড়িগ্রামের অতিরিক্তি জেলা মেজিস্ট্রেট এসএম আবু হেরাইরা, উত্তরের কণ্ঠের সম্পাদক মাজেদুল ইসলাম, আরিফুল ইসলাম শাওন ও হেদায়েতুর রহমান।

অনুষ্ঠানে গুগল ম্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। পাশাপাশি আগ্রহীরা কী করে গুগল ম্যাপে বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে, তাও জানানো হয়। উল্লেখ্য, https://sites.google.com/site/mappingbangladesh সাইট থেকে নিয়ম-কানুন জেনে http://www.google.com/mapmaker ঠিকানা থেকে গুগল ম্যাপ টুল ব্যবহার করা যাবে।


তরিকুর রহমান সজীব                                 ইত্তেফাক থেকে সংগৃহীত

বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১২

Unlimited, nonstop solar energy - transmiting solar power from satellite to earth

Energy is the most problem for us. I'm not telling about energy drink. This is the age of electricity. But, we are losing our fuel stoke. Now, only solar power is the expected future. But, that also has some limitation. At night! and in cloudy day!

Good. I don't know, where and who found some thing about it. But I have a news about it. Scientist find a formula and device to get nonstop and unlimited solar power as electricity.

 We know, in space ( no need to go far) there has no clouds and even no night also. Sunlight and sunlight. So, in satellite, uninterrupted solar power is available for always. We can use that power. But how? By cable! No, without any wire.

I have posted an article by name - Waste Power Recycling (Convert Microwave to Electricity) Scientist use this technology to transmit solar power from satellite to earth. How? Yes, the way...

At first, in satellite, collected electricity (by solar panel), need to convert in high frequency electromagnetic wave, also called microwave. Then, send to earth power station. Here, receive and convert microwave to electricity.

Figure

Here, in the figure, we can see a satellite, that will transmitted energy as microwave. But, we need transmit power focusing on the receiver antennas, to prevent power loss.

This project had been granted in Bangladesh national science and technology fair, at 2001, by scientists of Naba Kishore Science Club, Magura.

শুক্রবার, ৯ নভেম্বর, ২০১২

Waste Power Recycling (Convert Microwave to Electricity)

The world is running for energy. Fuel is the most wanted. In our planet, it has stocked a little amount of fuel. It will be finished in early time of future. But, how can live human being! So, find new stock.

Big heads are thinking about recycling from many days ago. I want to give you news from the grass root about technology.

Scientist, but world don't know them. Some body want to give us some thing. In this way, somebody had taken a project. It is very simple. They convert microwave power to electric power and use.

There are huge microwave around us, that come from the transmitter antenna of Radio, TV and Mobile etc. A very little amount of microwave radiation power can be used by us. Huge of that power lost, I mean unused by us. If we can convert this power to electricity, we can use this.

Scientist of Naba Kishore Science Club, Magura, convert it successfully, no more, but they have operated a wall clock. They have submitted the project "West Power Recycling (Convert Microwave to Electricity)" in district science fair at 1999, and passed. They have got a national prize also, from the national Science and Technology fair, 1999.

Here is the details about researchers...

Working ground,         Naba Kishore Science Club, Magura, Bangladesh.
                                   Mr. Ruhul Amin, Scientist, honorable president of the club.
                                   Ayub Hossain, Research secretery.
                                   Rakibul Islam Riaz, Researcher.


বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১২

Light Talkie (লাইট টকি)


লাইট টকিঃ 

               লাইটের মাধ্যমে কথা বলা। হ্যাঁ। ২০০০ সালের কথা। আমি নবকিশোর বিজ্ঞান ক্লাবের রিসার্চ সেক্রেটারি। কত কিছু নিয়ে ভাবি, কি করা যায়। আমাদের ক্লাবের রিসার্চ ইলেক্ট্রনিক্স ভিত্তিক। মাইক্রোওয়েভের উপর কাজ করছিলাম তখন। ভাবলাম, ইলেক্ট্রম্যাগনেটিক ওয়েভের উপর যদি শব্দ তরঙ্গ সওয়ার করিয়ে দূরে পাঠানো যায়, তাহলে আলোর উপর সওয়ার করানো যাবেনা কেন? 

              যেই ভাবা সেই কাজ। যোগাযোগ করলাম, আমার খুবই শ্রদ্ধেয় এবং প্রিয় শিক্ষক, নবকিশোর বিজ্ঞান ক্লাবের সম্মানিত সভাপতি, মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক, জনাব রুহুল আমীন স্যারের কাছে। তিনি আমাদেরকে ব্যাপক ধারণা দিলেন মড্যুলেশনের ব্যাপারে। এবং আমরা (আমাদের ক্লাবের আরেক গবেষক, রাকিবুল ইসলাম রিয়াজ) সফল হলাম।



ডায়াগ্রাম


                 আমাদের মূল ট্রান্সমিটার ছিল লাল লেজার পয়েন্টার। অডিও সিগন্যাল কে লাইটের সাথে মড্যুলেশনের মাধ্যমে দূরে নিক্ষেপ করা হয়। রিসিভার অংশে লাইট থেকে অডিও সিগন্যালকে আলাদা করে এমপ্লিফাই করে আবার অডিও সিগন্যাল উদ্ধার করা হয়। আর, আমরা খুবই কম খরচে এটা করেছিলাম। আর মান সাউন্ড মান এফ এম থেকেও ক্লিয়ার।

সুবিধাঃ 
         কম খরচে তৈরি করা যায়, পরিবেশ বান্ধব, তাপ বা অতিরিক্ত সিগন্যাল হিসাবে শক্তির কোন অপচয় নেই। পানির মধ্যেও যোগাযোগ করা সম্ভব।

অসুবিধাঃ 
          ধূলা বা কুয়াশায় সিগন্যাল বাধাঁগ্রস্থ হয়, মোবাইল যন্ত্র হিসাবে ব্যবহার করা কষ্টসাধ্য।

ভবিষ্যৎ পরিকল্পনাঃ 
           আমরা লাইটের মাধ্যমে ইন্টারনেট এক্সেস এবং ফাইল আদান প্রদানের বিষয় নিয়ে কাজ করছি, এবং সফলতার মুখ দেখতে পাচ্ছি, শীঘ্রই। আলোর মাধ্যমে তথ্য আদান প্রদান করলে একই আলো দিয়ে দুইটি কাজ পাওয়া যাবে, যা মাইক্রোওয়েভ রেডিয়েশন থেকে পরিবেশকে রক্ষা করবে।