শুক্রবার, ৯ আগস্ট, ২০১৩

আমার দেখা কুয়েত - Journey in Kuwait

ভ্রমণ, শুনলেই খুব ভালো লাগা এবং উৎসাহ কাজ করে। নতুন জায়গা, নতুন জিনিষ। একটা ভাবনাই আলাদা, তবে ভালো লাগা ভাবনা। দিন গুনতে গুনতে শেষের দিনগুলি যেন যেতেই চায় না। এবার, আমার কিছু ভ্রমণ নিয়ে লেখা। এখানে ছবি সহ পোস্ট করছি। আসলে ভ্রমণ কাহিনী পড়তেও খুব ভালো লাগে। আর অজানাকে জানার আগ্রহই এর কারণ। আর তাই, প্রচুর ছবি দিয়ে পোস্ট টি সমৃদ্ধ করব ইনশাল্লাহ।