মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৩

লোগো (logo)

লোগো হল গিয়ে কোনো কোম্পানি বা সংস্থা, অথবা কোনো পণ্যের পরিচিতির জন্য ব্যবহৃত বিশেষ চিহ্ন, ট্রেড মার্ক, বা মার্কা।  লোগো খুবই দরকারি একটা জিনিষ, যে কোন প্রতিষ্ঠানের ব্রান্ডিং এ লোগো সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। বেশিরভাগ ক্ষেত্রেই কোন প্রতিষ্ঠানের লোগো দেখেই সে প্রতিষ্ঠান সম্পর্কে অনেকটা ধারনা পাওয়া যায়। অনেক লোগোতে প্রতিষ্ঠানের নাম, আবার অনেকগুলোতে সরাসরি ছবিতে বুঝা যায় প্রতিষ্ঠানের কাজের ধারা সম্পর্কে। আবার অনেক লোগো আপাত দৃষ্টিতে দেখে কিছু বোঝা না গেলেও এর মাঝে লুকিয়ে থাকে বিশেষ কিছু কথা। লোগো ডিজাইন এমনভাবে করা হয়, যেখানে বুদ্ধিমত্তার সাথে লুকিয়ে রাখা হয় প্রতিষ্ঠানটির মৌলিক বিষয়।



আমাদের একটি ওয়েবসাইট, দেশীটেক ডট কম। যা আসলে দেশীয় টেকনোলজি বিষয়ক সাইট বোঝা যায়। হা। দেশীটেক দেশীয় টেকনোলজি বা দেশীয় প্রযুক্তি নিয়ে কর্মরত কোন সংস্থা বোঝায়। তার লোগোটি দেখুন। এখানে একটি স্টাইলিশ ডি (D) দেখতে পাচ্ছেন। মাঝখানে টেক (tech). অর্থাৎ deshitech। আর রং দিয়ে বোঝানো হয়েছে দুইটি জিনিষ, ১) বাংলাদেশের জাতীয় পতাকার রং। ২) ডি এর সবুজ রং হল দেশের সবুজেরা, দেশীয় জিনিষ পত্র দিয়ে নিজেদের রক্ত পানি করে প্রযুক্তির উন্নয়ন ঘটাবে। তাই টেক লাল।




এখানে দেখা যাচ্ছে কেনাকাটা ২৪ এটা কেনাকাটা ২৪ ডট কম এর লোগো।

.com

এখানেও সেই একই রঙয়ের ব্যবহার। এটি যে বাংলাদেশের একটি সাইটের লোগো, তা জাতীয় পতাকার রং দেখেই বোঝা যায়।



এবার আসুন কেনাকাটা ২৪ এর আসল লোগো তে। এখানে লেখা কে একটি শপিং কার্ট বা ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। ২৪ আর কম লেখা চাকায়। জাতীয় পতাকাকে তো হিসাবে রাখা হলই, এর সাথে কেনাকাটা করে ক্রেতা কে খুশী দেখা যাচ্ছে। আরও দেখুন এক চাকায় ২৪, মানে ২৪ ঘণ্টাই চলবে বোঝানো হচ্ছে। অপর চাকাকে ডট বুঝিয়ে কম লেখা হয়েছে। এর মানে এটি চলে অনলাইনে। আসলে এই লোগো দ্বারা বোঝা যায়, কেনাকাটা২৪ একটি অনলাইন শপিং সার্ভিস।     



আর এই ক্ষুদে লোগো গুলো ব্যবহার করা হয় ফুটার অথবা সাব পেজের ক্ষেত্রে।

নিশ্চয়ই লোগো নিয়ে অনেক লেখা পাবেন অন্যান্য ব্লগারদের ব্লগে, আর তাই আমি শুধু আমাদের লোগো নিয়েই পোস্ট করেছি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন